শেকৃবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক কর্মশালা

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও সংস্থাটির যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা এবং মাল্টিমিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
শেকৃবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ দেয়া হয়
শেকৃবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ দেয়া হয় |সংগৃহীত

শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভোক্তা অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও সংস্থাটির যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা এবং মাল্টিমিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ওপর শিক্ষার্থীদের সম্যক ধারণা দিতে সেশন পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিষয়ক সেশন পরিচালনা করেন সিসিএস-এর নির্বাহী পরিচালক ও দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।

সিওয়াইবি শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী নাফিজ সোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ ড. মো. আবুল বাশার, ছাত্র পরামর্শক ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. আসাবুল হক, সিওয়াইবি শেকৃবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও উপদেষ্টা আব্দুর রহমান রাফি, সিওয়াইবি কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বক্তব্যে বলেন, “আমরা প্রতিনিয়তই খাবারে ভেজাল মিশ্রিত করছি। খাবারে যে টেস্টিং সল্ট ও রঙ ব্যবহার করা তা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। আমরা খাবারে এই সকল উপাদান ব্যবহার থেকে বিরত থাকব। আমরা ভোক্তার এর সাথে প্রতারণা করব না। শেকৃবি শাখার সিওয়াইবি ভোক্তাদের নিয়ে যে ট্রেনিং প্রোগ্রামটি করেছে তা একটি চমৎকার উদ্যোগ, এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি সবাই ভোক্তার অধিকার ও করণীয় নিয়ে জানতে পেরেছো, যা ভবিষ্যতে ভোক্তার অধিকার সম্পর্কে তোমাদেরকে সচেতন করবে।"

২০২৪ সালে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 'সিওয়াইবি যাত্রা শুরু করে। শুরু থেকেই সংগঠনটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভোক্তা অধিকার, খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা সুরক্ষা আইনের ব্যাপারে সচেতন করে আসছে। প্রতি বছর বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রচারণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা সচেতনতা বাড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।