মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সাথে ঈদ উদযাপন করবেন ভিসি ও প্রক্টর

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি
ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ ও প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসাইন (বামে)
ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ ও প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসাইন (বামে) |নয়া দিগন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসাইন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ঈদের দিন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। ঈদের নামাজ শেষে কোরবানি ও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘ভিসি হিসেবে এটি আমার প্রথম ঈদ, এবং আমি ইচ্ছা করেই ক্যাম্পাসেই থাকতে চাচ্ছি। শুনেছি কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছে। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। কেমন হবে জানি না, তবে আশা করছি ভালো সময় কাটবে। নিজের ক্যাম্পাসেই ঈদ করার এই ইচ্ছা থেকেই থাকছি।’

প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও আমাদের কিছু শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে। তাদের জন্য উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানীর নামে কোরবানির আয়োজন করা হয়েছে—যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ও একটি পরিবার, আর পরিবারে আনন্দ ভাগাভাগি করাই স্বাভাবিক। আমি ঈদের নামাজ ক্যাম্পাসে আদায় করব এবং ইনশাআল্লাহ দুপুরে হলে যাওয়ার চেষ্টা করব।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে।