জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রদর্শনী গ্যালারীর আয়োজন করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টাযর দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ‘ছবি চত্বর’ এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার লক্ষ্যে দেওয়া ‘৩১ দফা’ রূপরেখাকে বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে তুলে ধরেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদল নেতা নবীনূর রহমান নবীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন কাজ করছে। সেগুলো প্রচার ও বাস্তবায়নের জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষ সহজে, সাশ্রয়ী মূল্যে এবং দুর্নীতিমুক্ত পরিবেশে সকলসেবা গ্রহণ করতে পারবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা, সে পরিকল্পনার তার আলোকে গুরুত্বপূর্ণ দফাগুলো যেমন ক্রীড়া, সাংস্কৃতিক এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা ফেস্টুনে তুলে ধরেছি। আমরা ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারাদেশ থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের সাথে আগত অভিভাবকদের জন্য এই প্রদর্শনীর আয়োজন করেছি। যারা অবসর সময় এখানে কাটান, আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র গঠনের পরিকল্পনা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।



