শাকসু নিয়ে ছাত্রদলের দ্বিমুখী আচরণের প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাসে শাকসু নির্বাচনের পক্ষে অবস্থান নেয়া হলেও, ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করছে। এ ধরনের অবস্থানকে দ্বিচারিতা আখ্যা দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ জানান।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে ছাত্রদলের দ্বিমুখী আচরণের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, একদিকে ক্যাম্পাসে শাকসু নির্বাচনের পক্ষে অবস্থান নেয়া হলেও, অন্যদিকে ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করছে। এ ধরনের অবস্থানকে দ্বিচারিতা আখ্যা দিয়ে তারা ক্যাম্পাসে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’, ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কথা ছিল ২০ তারিখে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হবে। কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বলছে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করছে। এটি স্পষ্ট দ্বিচারিতা।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই—আপনারা বারবার দুর্বলতা দেখিয়েছেন। সে কারণেই আজ শাকসু নির্বাচন বারবার বাধার মুখে পড়ছে। আপনারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান। নিজেদের ঘৃণার পাত্রে পরিণত করবেন না। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের অভিভাবক হিসেবে যথাসময়ে শাকসু নির্বাচন আয়োজন করুন। কোনো মববাজ বা বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত না করার আহ্বান জানাচ্ছি।’

এ বিষয়ে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই আমাদের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আমাদের এ প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়, এখানে অর্ধেকের মতো স্বতন্ত্রপ্রার্থীও আছে। আমি এ প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেন বা নিতে চান আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। ইনশাআল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়বো।’

উল্লেখ্য, আজ দুপুরে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্রপ্রার্থী মামুনুর রশীদ শুভ।