শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে আরো ৫৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে ছয়জন নারী শিক্ষার্থী রয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দুই দিনে কেন্দ্রীয় সংসদে মোট ৮৪ জন মনোনয়নপত্র নিয়েছেন। একই সময়ে হল সংসদে মনোনয়ন নিয়েছেন ৬৫ জন।
হলভিত্তিক হিসাব অনুযায়ী, শাহপরান হলে ১৯ জন, বিজয়-২৪ হলে ১১ জন, সৈয়দ মুজতবা আলী হলে ১৭ জন প্রার্থী ফরম নিয়েছেন। অন্যদিকে ছাত্রীদের আয়েশা সিদ্দিকা হলে ছয়জন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে আটজন এবং ফাতিমা তুজ জাহরা হলে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে মনোনয়ন বিতরণ, গ্রহণ ও ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হবে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। একই দিন বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে ডোপ টেস্ট জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।



