দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ চলছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা।
বৃহৎ প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, ছাত্রদল সমর্থিত প্যানেল, বামপন্থী হিসেবে পরিচিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী জোট নামের একটি প্যানেল, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এবারের চাকসু নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন প্রায় ২৭ হাজার শিক্ষার্থী।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণার সকল ধাপেই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হবে। এ জন্য ক্যাম্পাসজুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।
ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার বেলা ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন। ছাত্রশিবির সমর্থিত এই প্যানেলের নাম দেয়া হয়েছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। শিবির সমর্থিত এই প্যানেলে হিন্দুধর্মালম্বী প্রার্থী ছাড়াও বেশ ক’টি পদে স্থান দেয়া হয়েছে ছাত্রীদের।
চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের এই প্যানেল থেকে ভিপি পদে ইতিহাস বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মো: ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে ইতিহাস বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাওন(ব্যবস্থাপনা বিভাগ, ২০২১-২০২২ সেশন), সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে শাহপরান মারুফ (ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০২২-২০২৩ সেশন), সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম (আরবি বিভাগ, ২০১৯-২০২০ সেশন), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসাইন (আরবি বিভাগ, ২০১৯-২০২০ সেশন), দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান (ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০২০-২০২১ সেশন), সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত (ইংরেজি বিভাগ, ২০২১-২০২২ সেশন), সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে তাহসিনা রহমান (আইইআর বিভাগ, ২০২০-২০২১ সেশন), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন (এইচআরএম বিভাগ, ২০১৯-২০২০ সেশন), বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান (সিএসই বিভাগ, ২০২০-২০২১ সেশন), ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তার দিপা (ব্যাংকিং বিভাগ, ২০১৯-২০২০ সেশন), সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা (উদ্ভিদবিদ্যা বিভাগ, ২০২১-২০২২), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পপদে আফনান হোসেন ইমরান (এইচআরএম বিভাগ, ২০১৮-২০১৯ সেশন), মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ (লোক প্রশাসন বিভাগ, ২০১৯-২০২০ সেশন), ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান (প্রাণীবিদ্যা বিভাগ, ২০২০-২০২১ সেশন), যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া (ইংরেজি বিভাগ, ২০১৯-২০২০ সেশন), সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল সালমান (মার্কেটিং বিভাগ, ২০১৮-২০১৯ সেশন), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি (আইন বিভাগ, ২০২০-২০২১ সেশন), পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ (বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ২০২০-২০২১) এবং নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা (সমাজতত্ব বিভাগ, ২০২২-২০২৩ সেশন), সালমান ফারসি (আইইআর বিভাগ, ২০২১-২০২২ সেশন), আকাশ দাশ (সমাজতত্ব বিভাগ, ২০২১-২০২২ সেশন), সোহানুর রহমান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ২০২০-২০২১ সেশন) ও আদনান শরীফ (ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০২২-২০২৩ সেশন)।
ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
চাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াসিনসহ চবি ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল সমর্থিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী মো: শাফায়াত হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিককে মনোনীত করা হয়েছে।
এছাড়া প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপ্লব, সহ-সম্পাদক জয় বড়ুয়া। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সম্পাদক শহীদুল কায়সার। দফতর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ। ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ সম্পাদক শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো: ওজায়ের হোসেন; গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান; স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী; যোগাযোগ ও আবাসন সম্পাদক মো: সায়েম উদ্দিন আহমেদ, সহ-সম্পাদক ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব; পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো: জাবেদ।
এছাড়া নির্বাহী সদস্য পদে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন- ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।
দ্রোহ পর্ষদ
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদের প্রার্থীরা।
উক্ত প্যানেল থেকে ভিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইফাজ উদ্দিন আহমদ ইমু, এজিএস পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী শেখ জুনায়েদ কবির মনোনয়নপত্র জমা দেন। এছাড়া অন্যান্য বিভিন্ন পদগুলিতে রয়েছেন, দফতর সম্পাদক পদে সংস্কৃত বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী নয়ন কৃষ্ণ সাহা, সহ-দফতর সম্পাদক পদে পালি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী অনুত্তর চাকমা, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী সোহেল রানা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নাট্যকলা বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী রোহান আল মহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে পালি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ট্যালেন্ট চাকমা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী উমংনাইং, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী রুৎমিলা মুমতাহিন নির্ঝরা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে নাট্যকলা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো: আছাদ বিন রহমান; সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে চারুকলা বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান ইপা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এস এম ইব্রাহিম, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে রুদাবা আদনিন অদিত এবং কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পালি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী বিসন চাকমা, ইতিহাস বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী জেস চাকমা, শিক্ষা ও গবেষণা বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী অরিত্র রহমান।
এর আগে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চাকসুতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫২৮ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদের জন্য ৬৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দীকি জানান।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল আজ বৃহস্পতিবার। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।