হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) শাখার নতুন কমিটির সভাপতি হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী মো: নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এস এম সুমন।
রোববার (৪ মে) সন্ধ্যার দিকে কেন্দ্রীয় সভাপতি মো: রিয়াজ এবং সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসাইন ২৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।
নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: লাবীব, আব্দুল্লাহ মোহাম্মদ আঙুর, গোলাম ফাহিমুল্লাহ মুজাহীদ, শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসাদুল ইসলাম, আফরি রহমান অ্যালিন, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, ভোক্তা অধিকারবিষয়ক সম্পাদক মাহাদুল হাসান নাহিদ, দফতর সম্পাদক সুমন বাদশাহ, সহ-দফতর সম্পাদক মো: মামুন মিয়া, অর্থ সম্পাদক মো: আব্দুল আলীম, সহ-অর্থ সম্পাদক গালিব হোসেন সাকিব, আইটি ও মিডিয়াবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান ইমন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ফাইজ, প্রচার সম্পাদক মো: মাসেদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক নুর ইসলাম, সাহিত্য সম্পাদক সাঈদ আনোয়ার, ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন তানভীর হোসাইন, আমিনুল ইসলাম, মতিউর রহমান, শাওন খন্দকার।
উল্লেখ্য, ‘কনসাস কনজুমার্স সোসাইটি' (সিসিএস) জাতীয় পর্যায়ে ভোক্তা অধিকার বাস্তবায়নে ও জনসচেতনতা সৃষ্টিতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। সিসিএসের যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ-এর পক্ষ থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভোক্তা অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’