পাবিপ্রবির লেকে ২০ কেজি ওজনের মাছ!

পাবিপ্রবি প্রতিনিধি

পাবিপ্রবি প্রতিনিধি

Location :

Pabna
পাবিপ্রবির লেকে ২০ কেজি ওজনের দৈত্যাকার মাছ ধরা পড়েছে
পাবিপ্রবির লেকে ২০ কেজি ওজনের দৈত্যাকার মাছ ধরা পড়েছে |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল গ্লাস কার্প মাছ।

আজ বৃহস্পতিবার সকালে লেকে মাছ মরার ঘটনা ঘটলে শিক্ষার্থীরা মাছ ধরতে নেমে এই বিশাল মাছটি ধরে ফেলেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ শেষে কিছু শিক্ষার্থী হলে ফেরার পথে লেকে মৃত ও আধমরা অবস্থায় ভেসে থাকা মাছ দেখতে পান। এরপর তারা লেকে নেমে মাছ ধরতে শুরু করেন। একে একে শিক্ষার্থী, কর্মচারী, নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরাও মাছ ধরায় অংশ নেন। লেকপাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ রুম থেকে মশারি, কেউ টানা জাল, কেউবা ঠেলা জাল নিয়ে লেকে নামেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই মাছ ধরার অভিযানে গ্লাস কার্প, বিগহেড, সিলভার কার্প, স্বরপুটি, তেলাপিয়া, পুটি ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

শিক্ষার্থীদের ধারণা, পানিতে অক্সিজেনের অভাবের কারণে মাছ মরেছে। তারা লেকের পানি বিশুদ্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলহাজ হোসেন বলেন, ‘সকালে আমরা কয়েকজন ফজরের নামাজ শেষে হলে ফিরছিলাম। তখন লেকে মাছ ভাসতে দেখি। এরপর একে একে সবাই লেকে নামি।’

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবু হুরায়রা মুন বলেন, ‘এখানে ২০ কেজি ওজনের আমরা একটা মাছ পাই। এটা প্রথমে ভাসতে দেখি। এরপর কয়েকজন মিলে ওই মাছটা ধরি। এরপর হলের ছাত্ররা লেকে নামেন। সবাই মোটামুটি কম বেশি মাছ পেয়েছে। সকাল বেলা এখানে একটা উৎসবের মতো ছিল।’

স্টেট শাখা ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘সকালে আমি শুনতে পাই শিক্ষার্থীরা লেকে মাছ ধরতে নেমেছে। গ্যাসের কারণে মূলত মাছ মরেছে। জায়গাটা বদ্ধ হওয়ার কারণে এখানে পানির কোনো প্রবাহ নাই যার কারণে গ্যাস জমেছে। আমরা দ্রুতই ওষুধ দিয়ে পানি গ্যাস মুক্ত করবো। আর আমাদের সামনের বর্ষায় লেকে নতুন করে মাছ ছাড়ার পরিকল্পনা আছে।’