কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
এই বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ২৮ হাজার ৩১৯ জন ছাত্রীসহ মোট এক লাখ পাঁচ হাজার ৬১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং মোট ৬৬ হাজার ১৮৫ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি’র ফলাফলে জানা গেছে।
কারিগরি শিক্ষাবোর্ডে এবার ৩৯৭ জন ছাত্র এবং এক হাজার ২১৩ জন ছাত্রীসহ মোট এক হাজার ৬১০ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট গড়-৫ (জিপিএ-৫) পেয়েছে।
অন্যান্য শিক্ষাবোর্ডের পাসের হার-ঢাকায় ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশালে ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেটে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৫ দশমিক ৬১ শতাংশ।
এই বছর, নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে সাত লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এইচএসসি এবং সমমানের পরীক্ষা ২৬ জুন থেকে ১৯ আগস্ট, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বাসস