বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২৪-গণঅভ্যুত্থানবিরোধী ও দুর্নীতিগ্রস্তদের অপসারণের দাবিতে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদ-গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গাজীপুর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মো: মিন্টু মিয়ার সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অব: লে: ক: দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আহসান হাবিব।
আরো বক্তব্য রাখেন এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, ইসলামী আন্দোলনের মাওলানা খাইরুল ইসলাম, ভাসানী জনশক্তির পার্টির কেন্দ্রীয় নেতা মো: সাইফুল আলম চৌধুরী, নাগরিক ঐক্যের মো: কামাল উদ্দিন, বিপ্লবী ওয়াকার্স পার্টির মো: আবু হানিফ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন মো: সোহেল মিয়া, রাশেদ সরদার, এনামুল হক, হারুন হাওলাদারসহ মোট ১৪টি রাজনৈতিক দলের কর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা রক্ত দিয়েছিল সমাজ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম দূর করার জন্য, আজ সেই অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৫ বছরের দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, আজো সেই দুর্নীতিবাজরা বসে আছেন, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজদের অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ বিজ্ঞপ্তি