পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী কল্যাণ রায় (শুভ)।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে বের হলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান শিক্ষার্থীরা। এরপর পুলিশ এসে তাকে থানায় যান।
আটক ছাত্রলীগ কর্মীর নাম কল্যাণ রায় (শুভ)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের পাবিপ্রবি শাখার সহ-সভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী।
শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের সময় ওই ছাত্রলীগ কর্মী অনেক সাধারণ শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত ছিল। ২০২৩ সালের রমজান মাসে তিন শিক্ষার্থীকে হলে ডেকে নিয়ে হাত পা বেঁধে মারধর ও শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনার সাথে ওই ছাত্রলীগ কর্মী জড়িত ছিলেন।
অর্থনীতি বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সামা বলেন, ‘২০২৩ সালের রমজানে অভিযুক্ত কল্যাণ রায় (শুভ) আমাকে জেলা সমিতির প্রোগ্রামের কথা বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল-১ এ ডেকে নিয়ে যায়। যাওয়ার সাথে সাথে ছাত্রলীগের আরো ৫-১০ জন নেতাকর্মীর সহায়তায় একটা রুমে আটকে হাত পা বেঁধে সকলে নির্যাতন করেন। শিবির ট্যাগ দিয়ে এভাবে কয়েক ঘণ্টা পাশবিক নির্যাতন চালান এই শুভসহ অনেকে। পরে এ ঘটনার বিচার চেয়ে তৎকালীন প্রক্টর ও সহকারি প্রক্টরসহ অনেক শিক্ষকদের কাছে অভিযোগ করলে তারা কোনো বিচার করেননি।’
প্রক্টর অফিসে থাকাকালে ওই ছাত্রলীগ কর্মী প্রক্টরকে বলেন, ‘২০২৩ সালে মারধর করার ঘটনায় আমি ডেকে নিয়ে যাই কিন্তু কাউকে মারধর করিনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানান, ‘বিকেলে কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। ওরা শিক্ষার্থীর বিরুদ্ধে আমাদের কাছে আগের নির্যাতনের অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু ফৌজদারি বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই আমরা বিষয়টা পাবনা সদর থানাকে অবগত করি। থানা ওর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে দায়িত্বে থাকা পাবনা সদর থানার এএসআই জিয়াউল হক জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা ওই ছেলেকে আমাদের হাতে সোপর্দ করে। এখন নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’