চাকসু ও হল সংসদে মনোনয়ন ফরম সংগ্রহ করল ১,০৬৩ প্রার্থী

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নয়া দিগন্ত

প্রায় ৩৫ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোয়ন ফরম সংগ্রহের সময়সীমা নির্ধারিত থাকলেও সংগ্রহস্থলের চৌহদ্দিতে সময়মতো হাজির থাকা সবাইকে ফরম দেয়া হয়েছে। ফলে রাত ৮টা পর্যন্ত চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট এক হাজার ৬৩ জন মনোনয়ন সংগ্রহ করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তাদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন সংগ্রহ করে ৪৭৪ জন ও হল সংসদ পদে ৫৮৯ জন। এদিকে ছেলেদের হলে ৪৪৮ জন ও মেয়েদের হলে ১৪১জন মনোনয়ন ফরম সংগ্রহ করে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে এবং প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।