ড. এম শমশের আলীর ইন্তেকালে মানারাত ভিসির শোক

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, প্রফেসর ড. এম শমশের আলী শুধু একজন খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী ও শিক্ষাবিদই ছিলেন না, বরং তিনি ইসলামের একজন দায়ী হিসেবেও অত্যন্ত সুপরিচিত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী
প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী |ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী, প্রখ্যাত শিক্ষাবিদ ও দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

রোববার (৩ আগস্ট) এক শোকবার্তায় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, ড. শমশের আলী বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চার জগতে এক বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ নাম। তিনি উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় যে অসামান্য অবদান রেখে গেছেন, তা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি একজন অনন্য জ্ঞানতাপসকে হারাল। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিরিটির পক্ষ থেকে আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, জ্ঞানের জগতে ড. শমশের আলী ছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি হিসেবে তিনি যে দূরদর্শিতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা দেশের উচ্চশিক্ষা বিস্তারে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

ড. মোহাম্মদ আবদুর রব বলেন, তার জীবন ও কর্ম বাংলাদেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি আমাদের উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চাকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছেন। তার গবেষণা, নেতৃত্ব ও জনসচেতনতা আগামী প্রজন্মের জন্য দীর্ঘকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি আরো উল্লেখ করেন, প্রফেসর ড. এম শমশের আলী শুধু একজন খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী ও শিক্ষাবিদই ছিলেন না, বরং তিনি ইসলামের একজন দায়ী হিসেবেও অত্যন্ত সুপরিচিত ছিলেন। যুক্তিভিত্তিক ও আধুনিক চিন্তাধারায় ইসলাম প্রচারে তিনি ছিলেন সক্রিয় ও আন্তরিক। তরুণ প্রজন্মকে তিনি উৎসাহিত করতেন বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামকে গভীরভাবে অনুধাবনের জন্য। তাঁর জীবন ছিল বিশ্বাস, যুক্তি ও জ্ঞানচর্চার এক অনন্য সমন্বয়।

শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী।