জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে যুগোপযোগী রূপান্তরের উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অংশ হিসেবে যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালা
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালা |সংগৃহীত

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাক্রম যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার শিরোনাম ছিল- ‘বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের কারিকুলাম প্রণয়নে ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতি’।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অংশ হিসেবে যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।’

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সহায়তা করবে। শিক্ষার্থীরা চাইলে অনার্সের চতুর্থ বর্ষ নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট অর্জন করতে পারবে।

এছাড়া সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণায় অংশ নেবে এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় পাবলিক হেলথ বিষয়ে এমপিএইচ সিলেবাস পর্যালোচনায় সহযোগিতা করবে।

ভাইস-চ্যান্সেলর শিক্ষকদের এসব আন্তর্জাতিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।