আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

ইসরায়েলি বাহিনীর হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গাজামুখী ত্রাণবাহী জাহাজের সাথে অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবি।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন
আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গাজামুখী ত্রাণবাহী জাহাজের সাথে অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল সাধারণ শিক্ষার্থী।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা অবিলম্বে শহিদুল আলমকে মুক্ত করে বাংলাদেশে ফেরত আনার দাবি জানান। এসময় তারা ‘ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান দেন।

মানববন্ধন শেষে সরকার ও রাজনীতি বিভাগের (৫০ তম) ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ন বলেন,‘দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের ওপর বছরের পর বছর ধরে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফ্রিডম ফ্লোটিলার মাধ্যমে যখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ত্রাণ ও খাবার নিয়ে ফিলিস্তিনের উদ্দেশে যাত্রা করছিল, তখন তাদেরকে আটক করে ইসরায়েলি বাহিনী। এ যাত্রায় বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমও ছিলেন। তাকেও আটক করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে শহিদুল আলমকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।