ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল অনার্স পরীক্ষা-২০২৩-এর ফলাফল আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ মে সারাদেশে অনার্স মাদরাসাগুলোতে একইসাথে লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন শেষ হয়। পরে ২৩ জুলাই মৌখিক পরীক্ষা শেষ হয়। এ বছর ফাজিল অনার্স পরীক্ষায় প্রয় ১২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও সকলের সহযোগিতায় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক মাস ২৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেশনজট নিরসনের জন্যই আমরা দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করেছি।’