সাস্ট স্কুল অফ ডিবেটের নেতৃত্বে সোহাগ-ইব্রাহীম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন 'সাস্ট স্কুল অফ ডিবেট'র দ্বাদশ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
সাস্ট স্কুল অফ ডিবেটের নেতৃত্বে সোহাগ-ইব্রাহীম
সাস্ট স্কুল অফ ডিবেটের নেতৃত্বে সোহাগ-ইব্রাহীম |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন 'সাস্ট স্কুল অফ ডিবেট'র দ্বাদশ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহাগ মিয়া অন্তর ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইব্রাহীম বিন ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় 'শিক্ষাভবন-সি' তে আয়োজিত এক সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফারদিন ও সহ-সাধারণ সম্পাদক শুভেচ্ছা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামীমুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাবিহা তাহসিন ও সৈকত রায়, বিতর্ক পরিচালক আ. ও. ম. ফোরকানুল গণি জিহান, সহ-বিতর্ক পরিচালক মুসাদ্দিকুল ইসলাম রাফি, রেজোয়ান সিদ্দিকী রিজভী ও এ.কে.এম. ইয়াহিয়া সিয়াম।

এছাড়া, অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল-নোমান ও সহ-অর্থ সম্পাদক কবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তিহামী আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহসিন সুবাহ নিবিড়, দপ্তর ও যোগাযোগ সম্পাদক দীপ্ত সরকার এবং সহ-দপ্তর ও যোগাযোগ সম্পাদক মাইশা রহমান প্রিয়তা।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির নবম কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সানজিদা জান্নাত, দশম কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহ মো. মারুফ আহমেদ, একাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি ফারজিন আনিয়ার রহমান ও সাধারণ সম্পাদক বদরুল আমিন ইমন। এ সময় বিদায়ী (একাদশ) কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফারজিন আনিয়ার রহমান ও সাধারণ সম্পাদক বদরুল আমিন ইমনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।