ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরাম নামের একটি সংগঠন। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ‘ইউজিসি থেকে ইসলামবিদ্বেষী তানজিম উদ্দিন খানের অপসারণ করা’, ‘নাম-ঠিকানা বিহীন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বাতিল করা’, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতি বিমাতাসুলভ আচরণ বন্ধ করা’ এবং ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার’ চার দফা দাবি উপস্থাপন করেন।
বক্তারা বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৭০০+ ফাজিল এবং কামিল মাদরাসা ও শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছে, বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে সেশনজোট নামক অভিশাপ থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যারা দায়িত্ব পালন করেছে তারা শুধু নিয়োগবাণিজ্য, ঘুষ, দুর্নীতি আর নিজস্ব স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলো। কিন্তু বর্তমান প্রশাসন সকল দুর্নীতির পথ বন্ধ করে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এতে দুর্নীতিকারী চক্র সঙ্ঘবদ্ধভাবে নাম ও পরিচয় গোপন করে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরো বলেন, বর্তমানে ফাজিল, কামিল এবং অনার্স-মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। যা অতীতের কোনো প্রশাসন পারেনি। আমরা লক্ষ করেছি একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তথাকথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের অপবাদ দিচ্ছে যা কখনোই গ্রহণযোগ্য নয়। অথচ বর্তমান প্রশাসন এখন পর্যন্ত কোনো নিয়োগ দেয়নি। শিক্ষার্থীরা সব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে উপস্থাপিত চার দফা দাবি পূরণে সরকারের পদক্ষেপ কামনা করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের সমন্বয়ক মাওলানা শাহীন হোসাইন চাঁদপুরী, মাওলানা হাফেজ আল আমিন, মুহাম্মদ মিজানুর রহমান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রপ্রতিনিধি হাফেজ আব্দুর রহমান, হাফেজ মাসুম আরিফ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ছাত্র প্রতিনিধি সাঈদুল ইসলাম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রতিনিধি আব্দুল্লাহ তাওহিদী, ঢাকা আলিয়া মাদরাসা প্রতিনিধি আব্দুল আলিম প্রমুখ।



