শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অফ এআইসিএইচই অর্জন করেছে মর্যাদাপূর্ণ এআইসিএইচই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৪–২০২৫। প্রথমবারের মতো শাবিপ্রবির এআইসিএইচই চ্যাপ্টার এই সম্মান অর্জন করেছে।
রোববার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত এআইচিই অ্যানুয়াল স্টুডেন্ট কনফারেন্স ২০২৫-এ এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়। চার দিনব্যাপী এই কনফারেন্সটি ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলে যুক্তরাষ্ট্রের জন বি. হাইনস ভেটেরান্স মেমোরিয়াল কনভেনশন সেন্টারে।
চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন । এ সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে শাবিপ্রবি ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বিশ্বের চার শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমিতসংখ্যক চ্যাপ্টার এই স্বীকৃতি পায়। শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণামূলক কার্যক্রম, পেশাগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও সার্বিক পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।
ড. সালমা আখতারের নেতৃত্বে চ্যাপ্টারটি গত বছর ক্যারিয়ারস্পার্ক ১.০, কেম-ই কুয়েস্ট প্রতিযোগিতা, স্ট্রিমলাইন নিউজলেটার ও কে-১২ এসটিইএম আউটরিচ প্রোগ্রামসহ একাধিক সফল কার্যক্রম সম্পন্ন করেছে। এই ধারাবাহিকতায়ই এসেছে আন্তর্জাতিক এই স্বীকৃতি।
পুরস্কারের অংশ হিসেবে সাস্ট চ্যাপ্টার পেয়েছে একটি স্মারক ফলক, ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও সভাপতি আহমেদ সাকিবুল ইসলাম এর স্বীকৃতি সনদ এবং এআইচিই'র ওয়েবসাইটে আনুষ্ঠানিক স্বীকৃতি।
উল্লেখ্য, এ কনফারেন্সে উপস্থিত ছিলেন চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ার সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠাতা অ্যাডভাইজর মো. দেলোয়ার হোসাইন।
 


