জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর তারিখের আগে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩-৪ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (ems.nu.ac.bd) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে।

প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর তারিখের আগে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময়সূচি নিজ দায়িত্বে স্ব-স্ব কলেজ বা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীদেরকে জেনে নিতে হবে। বাসস