ভূমিকম্পের প্রভাবে ভবনে ফাটল ধরায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া শারইয়্যাহ মালিবাগ।
শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টায় মাদরাসাটির সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজ থেকে আগামী এক সপ্তাহ মালিবাগ মাদরাসা ছুটি ঘোষণা করা হয়েছে।
একটি গণমাধ্যমকে মালিবাগ মাদরাসার মুহতামিম মুফতি আবু সাঈদ বলেছেন, আমরা মাদরাসা বন্ধ ঘোষণা করেছি। ছাত্রদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা এই পদক্ষেপটি নিয়েছি। যেহেতু আফটার শক হচ্ছে বারবার, ছাত্রদের মধ্যে কিছু আতঙ্কও ছড়িয়ে পড়েছে, এজন্য আমাদের এই সিদ্ধান্ত।



