কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

সং‌শো‌ধিত সময় অনুযায়ী, আগামী ১২ এপ্রিল ওই পরীক্ষাটি বেলা ১১টা থেকে ১২টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি
ছবি : সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় প‌রিবর্তন হ‌য়ে‌ছে। সং‌শো‌ধিত সময় অনুযায়ী, আগামী ১২ এপ্রিল ওই পরীক্ষাটি বেলা ১১টা থেকে ১২টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বুধবার (২৬ মার্চ) কেন্দ্রীয় ভ‌র্তি ক‌মি‌টির সদস‌্য স‌চিব ও বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (বাকৃ‌বি) ভারপ্রাপ্ত রে‌জিস্ট্রার কৃ‌ষি‌বিদ ড মো: হেলাল উ‌দ্দীন স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়।

আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রে‌জিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন।

ওই বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, গত সোমবার (১৭ মার্চ) কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনু‌ষ্ঠিত হবে।

উল্লেখ্য, এই বছর ৯টি কৃ‌ষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন ক‌রে‌ছে। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বে প্রায় ২৫ জন শিক্ষার্থী।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।