শাবিপ্রবিতে প্রাণির সুরক্ষায় ভ্যাক্সিনেশন কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রাণির সুরক্ষা ও মানবিক সচেতনতা বৃদ্ধির লক্ষে শুক্রবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘পজ অব কাইন্ডনেস: ক্যাম্পাস ভ্যাক্সিনেশন অ্যান্ড কেয়ার মিশন’।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিপ্রবিতে প্রাণির সুরক্ষায় ভ্যাক্সিনেশন কর্মসূচি
শাবিপ্রবিতে প্রাণির সুরক্ষায় ভ্যাক্সিনেশন কর্মসূচি |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রাণির সুরক্ষা ও মানবিক সচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘পজ অব কাইন্ডনেস: ক্যাম্পাস ভ্যাক্সিনেশন অ্যান্ড কেয়ার মিশন’।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করে শিক্ষার্থীদের সংগঠন ভয়েস ফর জাস্টিস, শাবিপ্রবি ও গ্রীন এক্সপ্লোর সোসাইটি।

ক্যাম্পাসের পোষা ও পথপ্রাণিদের র‍্যাবিস টিকাদানের মাধ্যমে র‍্যাবিসমুক্ত, নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সৈয়দ সেলিম মো: আবদুল কাদির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমেদ, প্রাণিসম্পদ অধিদফতর সিলেট বিভাগের পরিচালক ড. আবু জাফর মো: ফেরদৌস এবং পেটসবাবা’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সোহাগ তালুকদার।

কর্মসূচিতে সহযোগিতা করে প্রাধিকর (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), পেটসবাবা এবং ভেট কেয়ার সেন্টার, সিলেট। সকাল ১০টার দিকে আলোচনা সভা ও র‍্যালির পর অজুন্তাতলায় শুরু হয় টিকাদান কার্যক্রম। ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি হলে বিড়ালদের টিকা দেয়া হয়, পাশাপাশি ক্যাম্পাসজুড়ে পথকুকুরদেরও র‍্যাবিস টিকা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, ‘পশু ও পাখির প্রতি ভালবাসা থেকেই আমাদের সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ক্যাম্পাসের কুকুর-বিড়ালদের ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারব।’

ভয়েস ফর জাস্টিস, শাবিপ্রবির সভাপতি মো: মমিনুর রশিদ শুভ বলেন, ‘ক্যাম্পাসে এই প্রথম প্রাণিদের ভালোবেসে আমরা টিকাদান কার্যক্রম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান— প্রতিবছর নিয়মিতভাবে এই কর্মসূচি চালু রাখা হোক, যাতে প্রাণির সুরক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা দুটোই নিশ্চিত হয়।’

গ্রীন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত বলেন, ‘র‍্যাবিস টিকাদান শুধু কুকুর-বিড়ালের জন্য নয়, এটি মানুষেরও সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি।’