শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের ‘মব সন্ত্রাসী’ বলে আখ্যা ছাত্রদলের, কড়া প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

রোববার সন্ধ্যায় ছাত্রশিবিরের শাখা সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন শীতকালীন ছুটির আগে আয়োজনের দাবিতে চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সন্ত্রাসবাদী মব’ আখ্যা দিয়ে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রদল। ছাত্রদলের এ মন্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবিরের শাখা সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসবাদী মব’ হিসেবে উপস্থাপন করা অশোভন, উসকানিমূলক এবং শিক্ষার্থীদের অধিকারের প্রতি অবমাননাকর।

বিবৃতিতে উল্লেখ করেন, ভিসি আগেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও পরবর্তী সময়ে তা বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রশাসন নির্বাচন কমিশন গঠন করেন এবং কমিশন অংশীজনদের সাথে আলোচনা করে সম্ভাব্য তারিখ নির্ধারণে এগোয়। বিভিন্ন পক্ষের মত অনুযায়ী, শীতকালীন ছুটি ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শাকসু নির্বাচন সম্পন্ন করার পক্ষে বেশিরভাগই মত দেয়। কমিশনও ৮ তারিখের পর নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করে।

কিন্তু গত ১৩ নভেম্বর ঘোষণা হওয়ার কথা থাকলেও প্রশাসন হঠাৎ সংবাদ সম্মেলন স্থগিত করে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে ভিসি ৯ বা ১০ ডিসেম্বর নির্বাচনের আশ্বাস দেন। সংশ্লিষ্ট সব পক্ষও ১০ নভেম্বরের মধ্যে নিজেদের মতামত জমা দেন।

এরপর ১৪ নভেম্বর প্রশাসন হঠাৎ করে সকলের মতামত উপেক্ষা করে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে। একইসাথে শীতকালীন ছুটি পিছিয়ে দেয়া হয়, যা শিক্ষার্থীদের অযথা সঙ্কটে ফেলে দিলে বলে উল্লেখ করেন শিবির নেতারা।

বিবৃতিতে তারা বলেন, এ অযৌক্তিক ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা যখন যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন ও ছুটি পুনর্বহালের দাবি জানাচ্ছে, তখন তাদের আন্দোলনকে ‘সন্ত্রাসবাদী মব’ বলা উদ্দেশ্যমূলক ও উত্তেজনা সৃষ্টিকারী।

এছাড়া তারা বলেন, সকল পক্ষের মতামত উপেক্ষা করে একপক্ষের দাবিকে ভিত্তি করে নির্বাচন-তারিখ ঘোষণা করা জুলাই-পরবর্তী প্রশাসনের অগণতান্ত্রিক ও দুঃখজনক মনোভাবেরই বহিঃপ্রকাশ।

অবিলম্বে যৌক্তিক ও গ্রহণযোগ্য সময়ে শাকসু নির্বাচন পুনঃঘোষণা এবং শীতকালীন ছুটি যথাসময়ে বহাল রাখার দাবি জানান তারা।