সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী সেই তামান্না

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। নির্বাচনের প্রথম দিনে তার প্রচারণার ছবি বিকৃত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সাবিকুন নাহার তামান্না।
সাবিকুন নাহার তামান্না। |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই বিকৃত করা হয়েছিল ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এই প্রার্থীর ছবি।

ডাকসু নির্বাচনে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮৪টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো: জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

সাবিকুন নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ঘটে বিতর্কিত ঘটনা। ভাঙচুর করা হয় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড। বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি।

তবে সেই ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তিনি লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’

ওই সময় তামান্নার ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানায় ঢাবি শিক্ষার্থীরা।