রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল গফুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও অনুপ্রবেশ করতে পারবেন না।
শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা। এর আগে ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি ১০ম সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জনসংযোগ দফতর জানায়, রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত নম্বর ১০.১ এবং কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ধারায় শাস্তি আরোপের যথেষ্ট ভিত্তি থাকায় সরকারি চাকরি আইনের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, আবদুল গফুরের বিরুদ্ধে আইসিটি সংক্রান্ত অপরাধ, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, প্রশাসনের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও জনসংযোগ শাখা নিশ্চিত করেছে।



