জাকসু নির্বাচনে ১৬ কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন

ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু
জাকসু |সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট পাঁচটি কেন্দ্রের গণনা প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয় এবং হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়।

গণনা চলমান পাঁচটি হলগুলো হলো- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, মওলানা ভাসানী হল, শহীদ তাজউদ্দীন আহমেদ হল, ২১ নম্বর হল এবং আ ফ ম কামালউদ্দিন হল।

এদিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।