স্কুল অফ দ্যা নেশনে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যচর্চা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
পিঠা উৎসব-২০২৬
পিঠা উৎসব-২০২৬ |নয়া দিগন্ত

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে স্কুল অফ দ্যা নেশনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব-২০২৬।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন স্কুলটির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান।

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বহিরাগত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, নারকেল পিঠা, পুলি পিঠা, ঝিনুক পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা এই উৎসবে প্রদর্শন ও পরিবেশন করা হয়।

শিক্ষার্থীরা নিজ বাসা থেকে পিঠা প্রস্তুত করে নিয়ে আসে এবং প্রস্তুত প্রণালী সম্পর্কে দর্শনার্থীদের জানায়। এতে তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা আরো বিকশিত হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যচর্চা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

কর্তৃপক্ষ আরো জানায়, পাঠ্যশিক্ষার পাশাপাশি সংস্কৃতি, নৈতিকতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষার অংশ হিসেবেই এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে।