চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের কতৃক সন্ত্রাসী কায়দায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিং-১ এর গ্রাউন্ড ফ্লোর এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা
বিক্ষোভ মিছিলে স্লোগানে তারা বলেন- ‘ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার; চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে; চবিতে যখন হামলা করে‚ ইন্টেরিম কী করে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দও।’
বিক্ষোভের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। আমাদের প্রশ্ন, সেনাবাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে সন্ত্রাসীরা এমন হামলার সাহস পায়? জলপাই রঙের পোশাকধারী সেনাবাহিনী টহল দিলেও তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘রবীন্দ্রনাথ হয়তো ঠিকই বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়।’