বাইতুস সালাম হিফজুল কোরআন মাদরাসার উদ্বোধন করলেন ব্যারিস্টার মীর আরমান

আপাতত অনাবাসিক হিফজ বিভাগ দিয়ে মাদরসার শিক্ষা কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও চালু করার পরিকল্পনা রয়েছে।

বিশেষ সংবাদদাতা

১৭ জন কোমলমতি শিক্ষার্থীর মাধ্যমে শুভসূচনা হলো দক্ষিণ মনিপুরের বাইতুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসার।

শুক্রবার (১৩ জুন) দক্ষিণ মনিপুরস্থ বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাদরাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনবিদ ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)

এ সময় তিনি বলেন, আল্লাহ তার কোরআনকে সারা দুনিয়াকে কোটি হাফেজের বুকে সংরক্ষিত রেখেছেন। পুরো কোরআনকে নির্ভুলভাবে মুখস্থ করছে মাআছুম শিশুরা- এটাই হলো কোরআনের বড় মুজেজা। বাংলাদেশে লাখ লাখ হাফেজ তাদের বুকে আল্লাহর কোরআনকে ধারন করে নিজেরাও সম্মানিত হয়েছে।

ব্যারিস্টার আরমান আরো বলেন, একজন আমলদার আলেম ও কোরআনের হাফেজের মর্যাদা আল্লাহর কাছে অনেক ওপরে। আর দুনিয়ায় যারা কোরআন চর্চা করবে, তা অনুযায়ী আমল করবে, তাদের জন্য পরকালে মহাপুরস্কারের ঘোষণা রয়েছে।

তিনি বলেন, যারা দুনিয়াতে কোরআন শিখবে, সে মতে আমল করবে, কোরআন হিফজ করবে। কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেয়া হবে। তাই আসুন এই মাদরাসায় নিজেদের সন্তানদের ইলম শিক্ষার জন্য এগিয়ে আসি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক খালেদ এবং মাদরাসা কমিটির উপদেষ্টা ওয়াহিদুল আকবর খান।

উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান, মসজিদ কমিটির সদস্যরা এবং মসজিদের মুসল্লিরা।

আপাতত অনাবাসিক হিফজ বিভাগ দিয়ে মাদরাসার শিক্ষা কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও চালু করার পরিকল্পনা রয়েছে।