চাকসু’র বিজয়ীদের অফিসিয়াল ফল প্রকাশ, শপথ বৃহস্পতিবার

বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী বৃহস্পতিবার বিজয়ীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী বৃহস্পতিবার বিজয়ীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৬২ নম্বর সিন্ডিকেট সভার ২৫ নম্বর সিদ্ধান্তে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ বর্ণিত প্রার্থীদের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদে এক বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠান ২৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন। শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।