যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আমেরিকান কনক্রিয়েট ইন্সটিটিউট’র (এসিআই) এগ প্রটেকশান ডিভাইস কমপিটিশন-২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর দল ‘ইকো জেনেসিস’। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। তবে দলটির প্রতিযোগিতায় অংশ নিতে বাধা হয়ে দাঁড়িয়েছে ফান্ড সঙ্কট। পরে দলটির পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন প্রতিযোগী দলের হাতে ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
জানা যায়, ‘ইকো জেনেসিস’ দলের গবেষণা প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে অতিশক্তিশালী কংক্রিট তৈরি করা। তাদের উদ্ভাবনী মিশ্রণে ব্যবহৃত হয়েছে ফেলে দেয়া স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার ও স্টিল মাইক্রোফাইবার। যা প্রচলিত অ্যাগ্রিগেটের বিকল্প হিসেবে কংক্রিটের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।
দলটির সদস্যরা হলেন- ফারহানা ইসলাম প্রমা, মো: নাদির উজ জামান নাঈফ ও আবু ইয়াহিয়া। তিনজনই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ধারাবাহিক পারফরম্যান্স ও উদ্ভাবনী ধারণার কারণে তারা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।
‘ইকো জেনেসিস’ এর আগে এসিআই চুয়েট আয়োজিত National Concrete Solution Competition-এ জাতীয় চ্যাম্পিয়ান হয় এবং SUST University Innovation Hub Competition-এ প্রথম রানারআপের অবস্থান অর্জন করে। তাদের এ ধারাবাহিক সফলতার ফলেই তারা এবার সরাসরি এসিআই আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের গঠনমূলক কাজে উৎসাহ দিয়ে এসেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, এটা গর্বের বিষয়। কিন্তু ফান্ডের অভাবে তারা সমস্যায় পড়েছে তাই আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সরকারের উচিত গবেষণা ও উদ্ভাবনী কাজে যথাযথ ফান্ড বরাদ্দ রাখা। ফান্ডের অভাবে শিক্ষার্থীরা যাতে নিরুৎসাহিত না হয় সেই বিষয়ে সবারই দায়িত্বশীল হওয়া দরকার।’
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে একমাত্র অংশগ্রহণকারী দল হচ্ছে শাবিপ্রবির এ ‘ইকো জেনেসিস’।
 
 



