স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায় পক্ষপাতিত্ব বাতিল ও শর্তবিহীন নিবন্ধনের দাবিতে শিক্ষক মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনাপার্ক-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষকরা বিভিন্ন ব্যানার নিয়ে মহাসমাবেশে যোগদান করছেন।
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, হাজার হাজার শিক্ষক চেয়ারে বসে শিক্ষকদের বক্তব্য শুনছেন।
বক্তব্যে শিক্ষকরা বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আমাদের চাকরি জাতীয়করণ করা হবে। আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই।’
এদিকে শিক্ষক মহাসমাবেশকে ঘিরে সড়কে তেমন যানযট লক্ষ্য করা যায়নি।
শিক্ষক মহাসমাবেশে সভাপতিত্ব করবেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।