দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি প্রদানে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং অনুষদ ও সিএসই বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) দুপর ১টায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত ই খুদা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ শেষে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও তারা তাদের প্রাপ্য অধিকার, সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন হয়ে গেলেও ক্লাসরুম সংকটের নিরসন হয়নি। এখনো চার থেকে পাঁচটি ব্যাচকে মাত্র দুইটি রুমে ক্লাস করতে হয়। ল্যাবের সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত। ইউটিউব ভিডিও দেখে ল্যাব ক্লাস করতে হয়।
শিক্ষার্থীরা আরো জানান, প্রতিষ্ঠার পর থেকেই ইঞ্জিনিয়ারিং অনুষদ বা বিভাগগুলোতে শিক্ষক সংকট এটা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি বিভাগে মাত্র চার থেকে পাঁচজন শিক্ষক রয়েছেন। ফলে অল্প সংখ্যক শিক্ষককেই একইসাথে তিন থেকে চারটি কোর্স নিতে হয়।
তাদের অভিযোগ, সরকারি বিশ্ববিদ্যালয় হয়েও আইইবি মেম্বারশীপ না থাকায় পড়াশোনা শেষে তারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারেন না। তাই শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে আইইবির আওতাভুক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, আইইবি বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের একটি জাতীয় সংগঠন। আইইবিতে বর্তমানে সব প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।