চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার মেয়াদ এক দিন বাড়লো

রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় একটি গ্রামের মানুষের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সংঘাতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির মেয়াদ আরো এক দিন বাড়িয়ে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

সোমবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সংঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিলে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় একটি গ্রামের মানুষের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার দুপুরে ওই এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি অধ্যাপক মো: কামাল উদ্দিন ও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।