তারিখ পরিবর্তন, স্থগিত পেরিয়ে জকসু নির্বাচন মঙ্গলবার

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নুর আলম, জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামীকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামীকাল |নয়া দিগন্ত

দীর্ঘ অনিশ্চয়তা, তারিখ পরিবর্তন ও স্থগিতের ধাপ পেরিয়ে আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন।

বহু প্রতীক্ষার এ ভোটকে সামনে রেখে ক্যাম্পাসজুড়ে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা রয়েছেন তৎপর এবং প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ নভেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরে ভূমিকম্প আতঙ্ক, ক্যাম্পাস ছুটি এবং অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কারণে ভোট পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হওয়ায় জরুরি সিন্ডিকেট সভায় ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়ার পর আন্দোলনের মুখে সর্বশেষ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ৬ জানুয়ারি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণ শেষে গণনার পুরো প্রক্রিয়া লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে চারটি এবং হল সংসদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের স্বেচ্ছাসেবকরাও মাঠে রয়েছেন।

এদিকে বারবার তারিখ পরিবর্তনের ফলে ভোটার উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কাও তৈরি হয়েছে। জবি শিক্ষার্থী শাওন ইসলাম বলেন, ‘৩০ তারিখ জকসুর যে আমেজ ছিল তা এখন নেই। অনেকে গ্রামে চলে গেছেন। ভোটার উপস্থিতি আশানুরূপ হবে বলে মনে হচ্ছে না।’

আরেক শিক্ষার্থী সানজিদা রিমি বলেন, ‘জকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। বারবার তারিখ পরিবর্তন ও নির্বাচন স্থগিত নেতিবাচক প্রভাব তৈরি করেছে। তবু আশা করি, শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, ‘আগামীকাল মঙ্গলবার একইদিনে ভোট গ্রহণ ও ফল প্রকাশ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’