ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গায়েবানা জানাজায় ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, খুনি যদি পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে থাকে, তাকে ধরে আনতে হবে। আমরা খুনিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। কেউ যদি উদারতার কথা বলে, জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে। আমাদের আন্দোলন চলমান, আমাদের লড়াই চলবে। একজন হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি ফিরে আসবে। আমাদের সামনে এখন এক অঘোষিত যুদ্ধ চলছে যে যুদ্ধে আমরা সবাই অংশ নেব। যারা হাদিকে হত্যা করেছে তাদের পতন নিশ্চিত।
জানাজার শুরুতে ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবরটি শোনার পর খুব কষ্ট পেয়েছি। আল্লাহ মানুষের জীবন নির্ধারণ করেন কিন্তু কিছু বিষয় মেনে নেয়া কঠিন। তারপরেও আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন ওসমান হাদিকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তার রুহের মাগফিরাত কামনা করছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।
এর আগে বাদ জুমা শহীদ হাদির মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে খতিব আশরাফ উদ্দীন খানের পরিচালনায় দোয়া ও মোনাজাত করা হয়।



