নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত হয়েছে। এ সম্মেলনের আয়োজন করে নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা (এনএসটিইউ মুনা)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে শুরু হওয়া সম্মেলনটি শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন অডিটোরিয়ামে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
‘আন্তঃসীমান্ত হুমকি মোকাবিলায় ডিজিটাল অখণ্ডতার মাধ্যমে সামাজিক সংহতি’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা কূটনৈতিক দক্ষতা বিকাশ, নির্দিষ্ট বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন এবং রাজনৈতিক বিতর্ক পরিচালনার মানসিকতা উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন। ২৮ জন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার তাদের আলোচনা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন।
এবারের সম্মেলনে জাতিসংঘের আদলে গঠিত আটটি বিশেষায়িত কমিটির তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিগুলো হলো দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা (ASEAN), সামাজিক-মানবিক ও সাংস্কৃতিক কমিটি (SOCHUM), জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), আদিবাসী বিষয়ক জাতিসংঘ স্থায়ী ফোরাম (UNPFII), আন্তর্জাতিক সংবাদমাধ্যম (IP), বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উন্নয়নের জন্য জাতিসংঘ কমিশন (UNCSTD), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA), প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংঘ (IUCN)।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, এসিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ইস্টার্ন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ফেনী বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী, নোয়াখালী জেলা স্কুল, মোশাররফ গ্রামার স্কুল নোয়াখালীসহ নোয়াখালীর অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ বলেন, ‘আমি কনফারেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত আছি; আমার কাছে মনে হয়েছে এটি অন্যান্য সকল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সের চেয়ে সম্পূর্ণ একটি ব্যতিক্রম প্রোগ্রাম। ইউনিভার্সিটি কনসেপ্টটা আসলে কী? এখানে কি শুধু পাঠদান করা হবে না জ্ঞান বিতরণ করা হবে? আসলে বিষয়টা সেরকম না। ইউনিভার্সিটি যে জায়গায় প্রতিষ্ঠিত হয় সেটি সে জায়গা বা জনপদের শিক্ষা কৃষ্টি-কালচার, সভ্যতা সবকিছু ইউনিভার্সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠে। আনফরচুনেইটলি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেরকম কালচার গড়ে ওঠেনি। আমরা সে কালচার তৈরি করার চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) বা প্রতীকী জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। ১৯২০ সালে তৎকালীন ‘লিগ অব নেশনস’-এর সিমুলেশন হিসেবে নিউইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের যাত্রা শুরু হয়।