চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলায় আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে আইসিইউতে নেয়া হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া দুই শিক্ষার্থী হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র নাইমুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম। দু’জনই চট্টগ্রামের বেসরকারি দু’টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের সম্ভাবনার কথাও জানান চিকিৎসকরা।
এদিকে, আজ রোববার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৮ জন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের বেশির ভাগের মাথায় আঘাত রয়েছে। এছাড়া অনেকের পিঠ, বুক ও হাতেও জখম রয়েছে।
ক্যাম্পাসে থমথমে অবস্থা
এদিকে, টানা সংঘর্ষের ঘটনায় চবি ক্যাম্পাস জুড়ে একদিকে থমথমে অবস্থা বিরাজ করছে, অন্যদিকে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন এই নারকীয় তাণ্ডবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।