পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রজেক্ট শো প্রেজেন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এ শো আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারিতে (২) এ প্রোগ্রাম শুরু হয়।
প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিক টিমে এ প্রতিযোগিতায় অংশ নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুজ্জামান খাঁন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: রাশেদুল হক, সহকারী প্রক্টর মো: আরিফুল ইসলাম, সহকারী ছাত্র উপদেষ্টা মো: ইমরান হোসাইন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মীর মো: ওলিউল্লাহ, সদস্য সচিব মো: সজীব প্রামাণিক প্রমুখ।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে সায়েন্স ক্লাবটি আছে তা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ। বাংলাদেশকে আমার বলি অ্যাগ্রিকালচার কান্ট্রি। ওয়ার্ল্ডে কোনো কৃষি প্রধান দেশ নেই যা উন্নত বিশ্বে পরিণত হয়েছে। যদি আমরা সারাজীবন কৃষির উপরই নির্ভরশীল হয়ে থাকি তাহলে উন্নত দেশে পরিণত হওয়ার সুযোগ নেই। এমন কোনো সোর্স নেই যেটা দিয়ে আমরা ঘড়ে বসে ইনকাম করব আর দেশের জিডিপি বেড়ে যাবে। আমাদের যা আছে অদক্ষ তরুণ, তাদের যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এ দেশের উন্নয়নের একটা সুযোগ আছে বলে আমি মনে করি। এজন্য আমাদের প্রযুক্তির উন্নয়নে নজর দিতে হবে।’
প্রো-ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম জুলাই স্মৃতি স্মরণ করে বলেন, ‘মহান আল্লাহ যেন আন্দোলনে নিহতদের মাফ করে শহীদের মর্যাদা দেন সেই দোয়া করি। আজকের এ কম্পিটিশনে আসতে পেরে গর্ববোধ করছি কারণ, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন আয়োজন করতে পেরেছে। শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এর জন্য যা কিছু করা দরকার আমরা তাই করব।’