ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগসহ ২ প্রস্তাবনা, মাভাবিপ্রবি সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই দফা প্রস্তাবনা দিয়ে ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক (এসএসএন), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

Location :

Tangail
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগসহ ২ প্রস্তাবনা দিয়ে মাভাবিপ্রবি সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগসহ ২ প্রস্তাবনা দিয়ে মাভাবিপ্রবি সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি |নয়া দিগন্ত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই দফা প্রস্তাবনা দিয়ে ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক (এসএসএন), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির প্রতিনিধি দল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক সহায়তা ও জরুরি চিকিৎসা পরামর্শের জন্য দুটি প্রস্তাবনা উত্থাপন করা হয়।

স্মারকলিপির মূল দুটি প্রস্তাবনা

১) ক্যাম্পাসে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিংয়ের জন্য একজন পূর্ণকালীন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের অনুরোধ জানানো হয়েছে।

এ পদটি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের অধীনে রাখা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা বিনামূল্যে বা স্বল্প খরচে নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

২) ২৪ ঘণ্টা চিকিৎসা পরামর্শের জন্য অনলাইন অ্যাপ উন্নয়ন

শিক্ষার্থীদের জন্য একটি ২৪/৭ অনলাইন মেডিক্যাল কনসালটেশন অ্যাপ তৈরির প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি সময়ে চিকিৎসা পরামর্শ পাবেন।

অ্যাপটির ব্যয় কাঠামো আংশিকভাবে শিক্ষার্থীদের এবং আংশিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুদানে পরিচালিত হতে পারে। এতে রাতের বেলায় বা জরুরি সময়ে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা সহায়তা পাবেন এবং সংশ্লিষ্ট ডাক্তারদের সম্মানী বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রদান করা হবে।

সংগঠনটির সভাপতি নোমান বিন তাজ বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে ৬৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুত প্রস্তাবনাগুলো বিবেচনা করে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবার টেকসই ব্যবস্থা নিশ্চিত করে।’

এ বিষয়ে সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান খান সিয়াম বলেন, ‘আমরা বিশ্বাস করি, একজন প্রশিক্ষিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ এবং অনলাইন চিকিৎসা অ্যাপ চালু হলে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই সময়মতো সহায়তা পাবেন। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের উপস্থিতি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো শনাক্ত ও মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং সংকটকালে তা জীবনরক্ষাকারী সহায়তা হিসেবে কাজ করবে। সবার জন্য একটি নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গঠনে সোচ্চার বদ্ধপরিকর। মানবতার আহ্বানে সোচ্চার থাকুক সদাজাগরুক!‘