বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আসন্ন নির্বাচনে ঢাকার বাইরের সমন্বয়কদের সাথে বৈষম্যের অভিযোগ তুলেছেন খুলনা বিভাগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। এ সময় তারা শুধু কেন্দ্রীয় সমন্বয়কদের ভোটে কমিটি গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জেলার সমন্বয়কদেরও ভোটাধিকারের সুযোগ দেয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাফেটেরিয়ায় তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।
তাদের অন্য দাবিগুলো হলো- রাজনীতিমুক্ত কেন্দ্রীয় সমন্বয়কদের প্রার্থীতা ও ভোটাধিকারের সুযোগ দেয়া এবং জেলা ও নতুনভাবে নির্বাচন কমিশন গঠন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, মাগুরা জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, নড়াইল জেলার আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, ঝিনাইদহ জেলার আহ্বায়ক আবু হুরায়রা ও কুষ্টিয়ার সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচনে জেলা কমিটি থেকে প্রার্থীতার সুযোগ রাখলেও ভোটাধিকার ব্যবস্থার কোনো সুযোগ রাখেনি, যা বিতর্কিত ও অগ্রহণযোগ্য। এছাড়া গণঅভ্যুত্থানের শুরুতে তৎকালীন ১৫৮ জন সমন্বয়কের মধ্যে যারা এখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছে তাদেরও প্রার্থিতা ও ভোটাধিকারের সুযোগ রাখেনি। এভাবে সমন্বয়কদের মধ্যেই বৈষম্য করা হচ্ছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ সকল প্রতিষ্ঠানের সহযোদ্ধাদের পরামর্শে এ প্লাটফর্মকে অরাজনৈতিক ও লেজুড়বৃত্তিহীন ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।