ইবিতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্য ও সংহতির ভিত্তি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আদর্শ হিসেবে ইসলামী মূল্যবোধ প্রতিস্থাপন করেন। তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করেন।’

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
শহীদ জিয়াউর রহমান স্থাপিত ইবির ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
শহীদ জিয়াউর রহমান স্থাপিত ইবির ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর শহীদ জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় তার সাথে ট্রেজারার অ্যধাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিসি বলেন, আদর্শিক ও রাজনৈতিকভাবে বিভক্ত জনগোষ্ঠী দিয়ে কখনোই একটি রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়। কিন্তু সেই বিভক্তি রচনা করা হয়েছিল সংবিধানের চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্য ও সংহতির ভিত্তি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আদর্শ হিসেবে ইসলামী মূল্যবোধ প্রতিস্থাপন করেন। তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করেন।

এর আগে দিবসটি উপলক্ষে একই স্থানে পুষ্পস্তবক অর্পন করে জিয়া পরিষদ ও ছাত্রদল। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘গ্রীন ফোরাম’।