হাবিপ্রবি ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির যত্ন নেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
হাবিপ্রবি ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান
হাবিপ্রবি ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান |নয়া দিগন্ত

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে’ স্লোগানকে ধারণ করে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ অভিযান পালন করেছে হাবিপ্রবি শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবুর রহমান, দফতর সম্পাদক এ টি এম সিফাতুল্লাহ ও অন্য নেতাকর্মী৷

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবুর রহমান বলেন,‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি মূলত আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে নেয়া। আমরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ৩০০টি বিভিন্ন ধরনের ফলজ ও ওষধি এবং ক্যাম্পাসে একশ’র অধিক গাছ লাগিয়েছি। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের এই কঠিন সময়ে গাছ লাগানো শুধু প্রতীকী কর্মসূচি নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার প্রয়াস।’

‘আমরা বিশ্বাস করি, একটি সবুজ ক্যাম্পাস মানেই একটি সুন্দর ও মানবিক পরিবেশ। ইসলামের শিক্ষা আমাদের প্রকৃতি সংরক্ষণের কথা বলে। রাসূল (সা.) বলেছেন, ‘যদি কিয়ামত আসার সময়ও তোমার হাতে কোনো গাছের চারা থাকে, তাহলে সেটি রোপণ করো।' সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়েই আমরা প্রতিবছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।’

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির যত্ন নেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি আমাদের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’

উল্লেখ্য, উক্ত কর্মসূচি ১ জুন থেকে শুরু হয়ে আগামী ৩০জুন পর্যন্ত চলমান থাকবে।