৪ দফা দাবিতে হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন যদি বারবার আমাদের অবজ্ঞা করে। তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবস্থান কর্মসূচি
হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

৪ দফা দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে-

১. একাধিক অধ্যাপক নিয়োগসহ শিক্ষক ছাত্র ১:১৫ অনুপাত নিশ্চিত করতে হবে।

২. কম্পিউটার, ড্রয়িং, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্টেশন ল্যাবসহ অবকাঠামো ও ফান্ডিং নিশ্চিত করতে হবে।

৩. ল্যাব ইকুইপমেন্ট ও দক্ষ টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে।

৪. আইইবি (ইনিষ্টিটিউশন অব ইন্জিনিয়ারস বাংলাদেশ) এর স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনের দাবি জানালেও বারবার তারা উপেক্ষিত হয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন যদি বারবার আমাদের অবজ্ঞা করে। তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবো।’