থ্যালাসেমিয়া আক্রান্ত ২ শিশুর চিকিৎসায় শাবিপ্রবিতে কিনের বই উৎসব

বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ও অ্যাকাডেমিক চাপের কারণে মুক্তচিন্তা ও গৎবাঁধা জ্ঞানের বাইরে জ্ঞানার্জন সীমিত হয়ে পড়ছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিপ্রবিতে কিনের বই উৎসব।
শাবিপ্রবিতে কিনের বই উৎসব। |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের কর্মচারী মোহাম্মদ মনসুরের দুই সন্তান মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের চিকিৎসায় সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ আয়োজন করতে যাচ্ছে ‘কিন বই উৎসব-২০২৫’।

শনিবার (২২ নভেম্বর) সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কিন জানিয়েছে, এবারের বই উৎসবটি একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজুকে উৎসর্গ করা হয়েছে। উৎসব থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে শিশু আবদুল্লাহ ও হাবিবুল্লাহর চিকিৎসায়।

কিনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ও অ্যাকাডেমিক চাপের কারণে মুক্তচিন্তা ও গৎবাঁধা জ্ঞানের বাইরে জ্ঞানার্জন সীমিত হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন বইমেলার আয়োজন শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহকে নিঃসন্দেহে বাড়িয়ে দেবে। কিন সব সময়ই সর্বসাধারণের সেবায় নিয়োজিত থাকতে চায়। আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য কিন-এর এ উদ্যোগটি সমাজের জন্য সুফল বয়ে আনবে।’

চিকিৎসা সহায়তার উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ মনসুর বলেন, ‘আমি সত্যিই অনেকটা অভিভূত এবং অত্যন্ত খুশি যে কিন-এর মতো একটি মানবিক সংগঠন আমার দুই সন্তান আবদুল্লাহ এবং হাবিবুল্লাহর চিকিৎসার জন্য এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছে। আমি সমস্ত শিক্ষার্থী, শিক্ষক এবং বইপ্রেমীদের কাছে অনুরোধ করব আপনারা সবাই এই বই উৎসবে অংশগ্রহণ করুন। একটি করে বই কিনে আমার সন্তানদের পাশে দাঁড়ান এবং তাদের চিকিৎসা সহায়তায় সহযোগিতা করুন।’