রাকসু বিজয়ীদের অভিনন্দন জানাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই

বিজয়ী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দীন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজয়ী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দীন।

শনিবার (১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তারা এ অভিনন্দন জানান।

রুয়া নেতৃদ্বয় বলেন, ‘রাকসু নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ কেন্দ্রীয় ও হল সংসদে বিজয়ী সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মত-পার্থক্য ও চিন্তার বৈপরীত্য থাকা। তাই আমরা প্রত্যাশা করি রাকসুর নব নির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিমতকে ধারণ করে ঐক্যবদ্ধ ক্যাম্পাস বিনির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একইসাথে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ, শিক্ষার্থী-বান্ধব ও স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আমরা আশা করব।‘

এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, বিতর্কমুক্ত, সার্বজনীন ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।