মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) আয়োজিত ‘এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
মানারাত ইউনিভার্সিটিতে এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত
মানারাত ইউনিভার্সিটিতে এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) আয়োজিত ‘এমআইইউডিসি মিক্স-আপ ডিবেট কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

সিএসই বিভাগের প্রফেসর ও ডিবেট ক্লাবের উপদেষ্টা ড. রমিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট এনাম হক এবং সাবেক প্রোগ্রাম ও ওয়ার্কশপ সেক্রেটারি রায়ান সাদাত।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সদস্যরা বিতর্কের মাধ্যমে সত্য ও ন্যায়ের বাণী ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উচ্চকণ্ঠ হবে।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের (ছাত্রী) মডারেটর রেহেনা সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো: আলমগীর হোসেন, আইন বিভাগের প্রভাষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম, ফার্মেসি বিভাগের প্রভাষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথী প্রমুখ।

প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি (ছাত্র) সুজায়েত উল্লাহ, সভাপতি (ছাত্রী) মেহজাবিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান এবং অর্গানাইজিং সেক্রেটারি মো: মোরশেদুল ইসলাম।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে ১২টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় শাহিনা খাতুন, মুবাশ্বিরা জান্নাত মাহি ও আবিদাতুর রহমান সালওয়া-এর দল ‘এমআইইউডিসি দ্য ট্রি ফিউশন’ এবং রানার-আপ হয় তাহমিদ হাসনাত সিয়াম, রাকিব হোসাইন ও তাসকিয়া তাহসিনের দল ‘এমআইইউডিসি তর্ক তপস্বী’।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর ) প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো: মাহবুব আলম।