জাকসু ও হল সংসদ নির্বাচনে জয়ীদের ভিসির অভিনন্দন

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় তাদের অভিনন্দন জানান ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Dhaka
ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান
ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয়ী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় তাদের অভিনন্দন জানান ভিসি।

অভিনন্দন বার্তায় ভিসি কামরুল আহসান বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জাকসু নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা এ বিশ্ববিদ্যালয়ে পূরণ হলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দায়িত্ব পালন করবে এটাই আমার প্রত্যাশা।‘

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৩ বছর পর জাকসু পেয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষিত হবে। ১৯৭১ ও ২০২৪-এর চেতনাকে ধারণ করে জাকসুর নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে এবং একটি গণতান্ত্রিক, সমন্বিত ও নিরাপদ ক্যাম্পাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠনমূলক যেকোনো প্রয়াসে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধকে সমুন্নত রাখবেন। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সহনশীল ও প্রগতিশীল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলি।’

এছাড়া দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।