ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। আজ মঙ্গলবার সকাল তুলনামূলকভাবে ভোটার সংখ্যা কম ছিল, সময় বাড়ার সাথে সাথে ভোটাররা আসতে শুরু করেছেন। সকাল সাড়ে ৭টার দিকে নবাব নওয়াব আলী সিনেট ভবনে তেমন ভিড় দেখা না গেলেও এখন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দুপুরের দিকে লাইন আরো দীর্ঘ হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের, স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ২২-২৩ সেশনের শিক্ষার্থী রুপক বলেন, ‘আগে এসে ভোট দেয়া ভালো। ঝামেলা বা ভিড় হলে হয়তো পরে সমস্যা হতো। এখন পর্যন্ত সুন্দর পরিবেশ আছে।এখন পর্যন্ত খুব সুন্দরভাবে ভোট দিতে পারছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি প্রার্থী আবু জার গিফারি ইফাত বলেন, ‘আমি চাই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ হোক। এতদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে- আমাদের জন্য এটা বড় বিষয়।’